Barak Valley

কালীপূজায় করিমগঞ্জের রাজপথে জনতার ঢল

করিমগঞ্জ : কালীপূজায় সোমবার সন্ধ্যা নামতেই জনতার ঢল নামল মণ্ডপে-মণ্ডপে । করিমগঞ্জের সরিষা থেকে চরবাজার সময় যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে । এককথায় কালীপূজার দ্বিতীয় রাতে শহরের রাজপথে জনস্রোত যেন বিগত দিনের সব রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে। আগাম ভিড়ের আশঙ্কা করে সদর পুলিশ দুপুর থেকেই রাস্তায় নেমেছিল।

আর সন্ধ্যার পর দর্শনার্থীরা পরিবার-পরিজন প্রিয়জনকে সঙ্গে নিয়ে এক মণ্ডপ থেকে অপর মণ্ডপে ছুটে গেছেন প্রতিমা দেখতে।

শহরের রক্তিমাভ ক্লাব থেকে শুরু করে সপ্তর্ষি ক্লাব, গীতাঞ্জলি, ইয়ুথ কর্নার জিমনাশিয়াম, পঞ্চপ্রদীপ, ইরাপশন, ফোকাস, সৌভানিক, অগ্রদূত ক্লাব, সর্বত্র সন্ধে থেকে ভিড় ছিল নজর কাড়ার মতো। বৃন্দাবনের প্রেম মন্দির থেকে স্বামী নারায়ণ মন্দির সর্বত্র ঠাকুর দেখার পাশাপাশি ছিল সেলফি তোলার ধুম। গত কয়েকবছরে তুলনায় এবার পুজা মণ্ডপকে ঘিরে ছিল সাধারণ মানুষের চরম উন্মাদনা। সন্ধে থেকে রাত যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে এক। প্রান্ত থেকে অন্য প্রান্তে।

চরবাজার হোক আর স্টেশন রোড সর্বত্রই ছিল মানুষের নজর কাড়া ভিড়। উত্‍সবমুখর রাতে সদর পুলিশ যথেষ্ট তত্‍পর ছিল।

Show More

Related Articles

Back to top button