Barak Valley

কাল্পনিক মন্দির, প্রতিমায় নতুনত্ব এনে এবারও চমক দেখাবে মধ্য করিমগঞ্জ

করিমগঞ্জ : বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই ছেলেমেয়ে নিয়ে মর্ত্যে আসবেন মা দুর্গা৷ মায়ের আগমন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা৷ শহর থেকে জেলা সর্বত্রই পুজোর প্রস্তুতি তুঙ্গে৷ সীমান্ত জেলা করিমগঞ্জে এবার বেশিরভাগ জায়গাতেই রয়েছে থিমের ছোঁয়া৷ কেউ মন্ডপে, কেউ প্রতিমায়, আবার কেউ মন্ডপ-প্রতিমার সঙ্গে আলোকসজ্জায় নতুনত্ব তুলে ধরার প্রয়াস নিয়ে কাজ করছেন দিবারাত৷

করিমগঞ্জ জেলার বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম ‘মধ্য করিমগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা’৷ করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পুজোকে ঘিরে মনোজ্ঞ বাউল সঙ্গীত সন্ধ্যা উপহার পান সাধারণ মানুষ৷ প্রতিবছর বিভিন্ন স্থানের খ্যাতনামা শিল্পীরা এসে অনুষ্ঠান করেন৷ মধ্য করিমগঞ্জের পূজো এবার ৪৮তম বর্ষে৷ পুজোর বাজেট ৮ লক্ষ টাকা৷ স্থানীয় শিল্পী চিকন পাল মন্ডপ সজ্জার কাজ করছেন৷ কাল্পনিক মন্দির তৈরী করা হবে মধ্য করিমগঞ্জে৷

অন্যদিকে, মায়ের মূর্তি তৈরী করছেন প্রতিমা শিল্পালয়ের মৃৎশিল্পীরা৷ মধ্য করিমগঞ্জের পুজোয় প্রতিবছর প্রতিমায় নতুনত্ব দেখা যায় এবং এবারও ব্যতিক্রম হবে না৷ মন্ডপসজ্জা ও প্রতিমার সঙ্গে থাকবে আলোকসজ্জা৷ এবার পুজোয় সভাপতি হিসাবে বিকাশ দেব, সম্পাদক হিসাবে সন্দীপ সেন ও শুভ্রপ্রকাশ দেব এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন প্রবাল দেব৷ সপ্তমী থেকে নবমী মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যায় বাউল গানের আসর প্রতি বছরের ন্যায় এবারও দেখা যাবে মধ্য করিমগঞ্জের পুজো মন্ডপে৷

সুদুর পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল শিল্পী আলোক মিশ্র এবার অনুষ্ঠান পরিবেশন করবেন মধ্য করিমগঞ্জে৷ মূলত গ্রাম বাংলার লোক সংস্কৃতি এবং মাটির শেকড়ের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনে সক্ষম বাউল গানে মুখরিত হবে আকাশ-বাতাস, জানান সম্পাদক সন্দীপ সেন৷ সম্পূর্ণ স্বাত্তিকতা মেনে আয়োজিত পূজোয় এলাকার আবাল-বৃদ্ধ-বণিতা আনন্দে মেতে উঠেন বলে জানান সম্পাদক৷

Show More

Related Articles

Back to top button