Barak Valley
কাল করিমগঞ্জে সর্বানন্দ-পবিত্র
করিমগঞ্জ : বিজেপি প্রার্থী কৃপানাথ মালার পক্ষে নির্বাচনি প্রচারে মঙ্গলবার করিমগঞ্জে আসছেন রাজ্যের পিএইচই মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া৷ তিনি মঙ্গলবার দুপুর ১টায় ফকিরাবাজারে, বিকাল ৪টায় গঙ্গা ভাণ্ডারের সম্মুখে এবং ৫:৩০টায় কানিশাইলের জনসভায় বক্তব্য রাখবেন৷ অন্যদিকে, বুধবার করিমগঞ্জে আসছেন রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটা৷ একইদিনে কৃপার প্রচারে ঝড় তুলতে করিমগঞ্জে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল৷ এদিন সকাল ৯টায় তিনি সুপ্রাকান্দি বাজারে জনসভায় বক্তব্য রাখবেন৷