Barak Valley

কাল থেকে হর ঘর তিরঙ্গা : কার্যসূচী আপলোড করার আবেদন

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ আগস্ট : রাজ্য সরকারের নির্দেশে রবিবার অর্থাৎ ১৩ আগস্ট থেকে হাইলাকান্দি জেলায়ও গত বছরের মতো হর ঘর তিরঙ্গা কার্যসূচি পালন করা হবে। স্বাধীনতার অমৃত মহোৎসবের চূড়ান্ত কার্যসূচি অনুসারে হর ঘর তিরঙ্গা পালন করা চলবে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালনের দিন পর্যন্ত। পাশাপাশি মেরি মাটি মেরা দেশ কার্যসূচি অনুসারেও বিভিন্ন কার্যসূচির পালন চলবে জেলা জুড়ে। রাজ্য সরকার এই সমস্ত কার্যসূচী ওয়েবসাইট ,পোর্টালে আপলোড করার ব্যবস্থা করেছে। এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জনসাধারণকে এইসব কর্মসূচি আপলোড করার অনুরোধ জানানো হয়েছে। প্রভাবশালী ব্যক্তি এবং বিশিষ্টজনদেরকে তাদের সোসিয়াল মিডিয়ায় এইসব ফটো পোস্ট করার আবেদন জানানো হয়েছে। হর ঘর তিরঙ্গার লিংক হলো https:/drive.google.com/drive folders/1qQqV SkIIDXA0dugRNWMgs WCNI. xvd2K এবং https://drive.google.com/drive/folders/1hd/HHKhy 1jM3UNy7pBKvurlJbZqn/3Ax মেরি মাটি মেরা দেশের শপথ গ্রহণ আপলোড করার লিঙ্ক https://drive.google.com/drive/folders/1hd/HHKhy 1jM3UNy7pBKvurlJbZqn/3Ax । এছাড়া মাটি নিয়ে সেলফি দুটি ওয়েবসাইটে দেওয়া যাবে। এগুলি হল https://harghartiranga.com এবং https://yuva.gov.in ।

Show More

Related Articles

Back to top button