Barak Valley

কাল মহরম : হাইলাকান্দির মহরম কমিটিকে ভলান্টিয়ার নিয়োগের নির্দেশ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ জুলাই: হাইলাকান্দি জেলায় পাঁচটি স্থানে শনিবার মহরম পালন উপলক্ষে বিভিন্ন কার্যসূচী সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের জন্য সংশ্লিষ্ট মহরম কমিটিগুলিকে পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োগ করতে প্রশাসন থেকে বলা হয়েছে। মহরম কমিটি গুলির সঙ্গে সম্প্রতি হাইলাকান্দিতে অনুষ্ঠিত প্রশাসনের একটি বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে’র পৌরোহিত্যে সভায় ভলান্টিয়ারদেরকে কমিটির কর্মকর্তাদের স্বাক্ষরিত আইডেন্টিটি কার্ড দিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে লাগাতে বলা হয়।। এই উদ্দেশ্যে ভলান্টিয়ারদের নামের তালিকা কম করে তিন দিন আগে স্থানীয় থানায় জমা দিতে বলা হয়। পাশাপাশি মহরমের অনুষ্ঠান গুলিতে ব্যবহৃত মাইক লাউডস্পিকার এর শব্দের আওয়াজ ৬৫ ডেসিবলের নিচে রাখতে বলা হয়। অনুমতি প্রাপ্ত শোভাযাত্রায় কেবলমাত্র ছোট যানবাহন যেমন ম্যাজিক ট্রাক,অটোরিকশা, ই-রিক্সা ইত্যাদি ব্যবহার করা যাবে। মহরম কমিটি গুলিকে অনুষ্ঠান স্থলে একটি করে হেল্পডেস্ক চালু রাখতেও প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া অনুমতি প্রাপ্ত শুভযাত্রাগুলিতে কোন ধরনের প্র-রোচনামূলক স্লোগান দেওয়া যাবে না বলেও প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়।। উল্লেখ্য জেলায় যে পাঁচটি স্থানে মহরমের অনুষ্ঠানের জন্য ওই সভায় অনুমতি দেওয়া হয় সেগুলি হল হাইলাকান্দি ডিএসএ মাঠ, লালা কলেজ মাঠ, ঘাড়মুরা, কারিছড়া এবং ধলছড়া।

Show More

Related Articles

Back to top button