কুশিয়ারা তীরে বর্ষবরণ গীতবিতানের
করিমগঞ্জ : টাউন কালীবাড়ি রোড বিসর্জন ঘাটে বর্ষবরণ অনুষ্ঠান করল গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা৷ বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে করিমগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা শামিল হয়৷ কুশিয়ারা পারে অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ’ গানে গীতবিতানের পক্ষ থেকে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন হিমাদ্রি শেখর দাস৷ নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এরপর নৃত্যকলা ক্ষেত্রের শিল্পীরা পর পর দু’টি নৃত্য পরিবেশন করেন৷ অংশ নেন পরিস্মিতা দেব, জয়িতা দেবনাথ, পুষ্পাঞ্জলি দাস, রাজস্মিতা দেব৷ নৃত্য পরিচালনায় ছিলেন জয়শ্রী দেব৷ নববর্ষকে স্বাগত জানিয়ে কবিতা পাঠ করেন জযন্তী নাথ৷ সুর শিল্পী সংস্থার পক্ষ থেকে নৃত্য পরিবেশন করেন রিয়া কুর্মি, দিয়া কুর্মি, অন্তরা চৌধুরী, অহনা দাস৷ নৃত্য পরিচালনায় ছিলেন শতরূপা ভট্টাচার্য৷ এরপর গীতবিতানের শিল্পীরা পর পর দু’টি নৃত্য পরিবেশন করেন৷ শিল্পীরা ছিলেন সোনালী দাস, মমি মহন্ত ও নিবেদিতা সরকার৷ নৃত্য পরিচালনায় ছিলেন অনিন্দিতা নাগ৷ অনুষ্ঠানের শেষ লগ্নে একক নৃত্য পরিবেশন করেন চন্দ্রিমা তরাত৷ সমাপ্তিতে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপপৌরপতি সুখেন্দু দাস৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিষ্ণুপদ নাগ৷