Barak Valley
কৃপানাথের প্রচারে এবার হিমন্তবিশ্বকে দেখতে চান বৃহত্তর পাথারকান্দিবাসী
পাথারকান্দি : আসন্ন লোকসভা নির্বাচনে সাত নং করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার নির্বাচনী প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সবার প্রিয় ”মামা”-কে এবার পাথারকান্দিতে দেখতে চান স্থানীয় ভোটাররা।
এ ব্যাপারে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একবারের জন্য পাথারকান্দিতে নির্বাচনী প্রচারে নিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অনেকে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে বিজেপি কর্মী- সমর্থকরা মাঠে নেমে পড়েছেন আদাজল খেয়ে। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসানোর জন্য সকলে মরিয়া হয়ে উঠেছেন। জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রচারে এলে কর্মীদের মনোবল আরও চাঙ্গা হবে, এটা বলার অপেক্ষা রাখে না।