কৃপার জয়ে উৎসবমুখর পরিবেশ পাথারকান্দিতে কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ করালেন বিধায়ক
পাথারকান্দি : বিজেপি-প্রার্থী কৃপানাথ মালার বিজয়ে খুশিতে বুধবার পাথারকান্দির দলীয় কার্যালয়ে কার্যকর্তা ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। দলীয় প্রার্থী কৃপানাথের জয়ে এ মুহূর্তে বিজয় মিছিল থেকে নিজেদেরকে বিরত রাখতে অনুরোধ জানান সবাইকে। বিধায়কের কথায়, বিজয় মিছিল করার যথেষ্ট সময় আছে।
আজ বিধায়ক মণ্ডল কার্যালয়ে এসে এক এক করে দলীয় কার্যকর্তাদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আসনটি জিতিয়ে আনা সত্যিকারের এক কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু জনগণ পাশে থাকায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে এই অসাধ্য সাধন হয়েছে।জনগণ জাতপাতের রাজনীতি থেকে দূরে সরে উন্নয়ণের নিরিখে বিজেপি প্রার্থীকে উজাড় করে ভোট দিয়েছেন। তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাথারকান্দি ও লোয়াইরপোয়া বিজেপি ব্লক মণ্ডলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিধায়ক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নিজের বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।