Barak Valley
কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় ঝেরঝেরির লালতিল বুল বিদ্যামন্দিরের লাইব্রেরি ভবনের শিলান্যাস
লোয়াইরপোয়া : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় ঝেরঝেরির লালতিল বুল বিদ্যামন্দির এমই স্কুলের লাইব্রেরি নির্মাণের শিলান্যাস করেন লোয়াইরপোয়া জেলা পরিষদের প্রতিনিধি অমিতাভ দে৷ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল প্রধান আকবর আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তনু দাস প্রমুখ৷ পাথারকান্দি বিধায়ক মাননীয় শ্রী কৃষেন্দু পাল সর্ব শিক্ষা অভিযান অধীনে ১৫,৬৮০০০/ টাকা করান।