Barak Valley
কেন্দ্রীয় বিদ্যালয় ও ব্লক কংগ্রেস : সাড়ম্বরে স্বামীজির জন্মজয়ন্তী উদযাপন
করিমগঞ্জ : যুব দিবস পালিত হল করিমগঞ্জের পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে৷ স্কুল প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদানের পর প্রদীপ প্রজ্জ্বলন করেন অধ্যক্ষ মহেন্দ্র সিং৷ তিনি সংক্ষিপ্ত ভাষণে বিবেকানন্দের জীবনদর্শন নিয়েও আলোচনা করেন৷ অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন সহ ব্যায়াম প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা৷ এদিন অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়৷ পরে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এইচ এম বাণী লস্কর৷
এদিকে, করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের তরফেও দিনটি পালিত হয়৷ ব্লক সভাপতি তাপস পুরকায়স্থ, নিতাই রায়, তাপস চক্রবর্তী সহ অন্যরা বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন৷