কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন ও দফতর বিতরণে উত্তর পূর্বকে গুরুত্ব দেওয়ার আহ্বান উত্তর-পূর্ব রেল যাত্রী সংস্থা
পিএনসি, শিলচর, ৭জুন : কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন ও দফতর বণ্টনে উত্তর-পূর্বকে বিশেষ গুরুত্ব দেওয়ার জোরালো দাবি জানালো উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থা। সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক হারাণ দে বলেন উত্তর-পূর্বের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আসন্ন কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন ও দফতর বণ্টনে উত্তর- পূর্বের সংসদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান ।
সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাই কোর্টের আইনজীবী শুভ্র জ্যোতি সরকার বলেন উত্তর পূর্বের উন্নয়ন দফতরের দায়িত্ব যাতে উত্তর পূর্বের কোনো সংসদকে দেওয়া হয় এর দাবি জানান । তৎসঙ্গে আমরা উত্তর পূর্বের কোনো সংসদকে রেল দফতর পূর্ণ দায়িত্ব বা রাজ্যিক দায়িত্ব দেওয়ারও দাবি জানান ।
সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক উত্তর পূর্বের সকল নব নির্বাচিত ও পুনঃ নির্বাচিত সংসদের অভিনন্দন জ্ঞাপন করেন এবং রেল বিভাগকে নিয়ে সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন।