ক্রীড়া পেনশনের জন্য দরখাস্ত আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয় থেকে অসমের স্থায়ী বাসিন্দা ক্রীড়া ব্যক্তিত্ব যারা অলিম্পিক গেম, কমনওয়েলথ গেম, অলিম্পিক অনুমোদিত ক্রীড়া ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় ক্রীড়ায় ম্যাডেল বিজয়ী তাদেরকে এককালীন ও নিয়মিত ক্রীড়া পেনশন প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে৷ করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, যেসব ক্রীড়া ব্যক্তিত্ব ইতিমধ্যে ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ সালে নির্বাচিত হয়েছেন তাদেরকে আবেদন করতে হবে না৷ তাই এতে ক্রীড়া ব্যক্তিত্ব যারা এই ক্রীড়া পেনশন পেতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত ফরমেটে আগামী ১০ জুলাই তারিখের মধ্যে করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে দরখাস্ত করতে হবে৷ দরখাস্তের জন্য সংশ্লিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন থেকে প্রদান করা ম্যাডেল, বিজয়ের প্রমাণ পত্র, নিয়োগ অবস্থা সম্পর্কে প্রকাশ করা অ্যাফিডেভিট, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার প্রতিলিপি, যদি সরকারি বা আধা সরকারি, ব্যক্তিগত বা অন্যান্য ক্ষেত্রে কর্মরত থাকেন তবে নিয়োগ কর্তার প্রদান করা পরিচয়পত্র, ভোটার আইডেন্টিটি, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং মোবাইল নং জমা দিতে হবে৷ বিস্তারিত বিবরণ এবং আবেদনের নির্ধারিত ফরমেট করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে৷