Barak Valley

খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের অভিযোগ নিস্পত্তির আধিকারিকের দায়িত্বে এডিসি ধ্রুবজ্যোতি দেব

জনসংযোগ, করিমগঞ্জ : রাজ্য সরকার থেকে জারি করা এক নির্দেশে করিমগঞ্জে এডিসি ধ্রুবজ্যোতি দেবকে খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের অভিযোগ নিস্পত্তি আধিকারিক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাই এখন থেকে খাদ্যশস্য সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ, রেশন কার্ড সংক্রান্ত তথ্য ইত্যাদির জন্য অভিযোগ নিস্পত্তি আধিকার এডিসি ধ্রুবজ্যোতি দেব এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, তার চলভাষ নম্বর হচ্ছে ৮৪৫৩৫৩৮৪৩১। এই চলভাষ নম্বরে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

এছাড়া করিমগঞ্জের খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকার থেকে জারি করা ১১ জুলাই তারিখের এক নির্দেশনা অনুসারে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডের জন্য বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার পরিবর্তে চার লক্ষ টাকা করা হয়েছে। এতে নতুন রেশন কার্ডের জন্য জনগণকে শহরাঞ্চলে টাউন কমিটি কার্যালয়ে এবং গ্রামাঞ্চলের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দরখাস্ত জমা দিতে বলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button