Updates

গাঁজা বোঝাই কন্টেনার লরি আটক আসামে

করিমগঞ্জ : ফের গাঁজা বোঝাই লরি আটক আসামে৷ তবে এ যাত্রায় লরি চালককে আটক করতে পারেনি আসাম পুলিশ৷

জানা গেছে, আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত সবকটি থানার পুলিশের চোখে ধুলো দিয়ে NL 02 Q 8170 নম্বরের একটি গাঁজা বোঝাই কন্টেনার লরি শুক্রবার গভীর রাতে আসামে পাড়ি দেয়৷ আসামে প্রবেশের পর ওই লরিটি আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের নাকা চেকিঙে আটকে পড়ে৷ সেই সময় আসাম পুলিশের গতিবিধি দেখে চালক পালিয়ে যায়৷ রাতভর লরি চালককে খুঁজে না পেয়ে পরবর্তীতে সকালে ওই লরিতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি৷ লরিটিতে তন্ন তন্ন করে খোঁজা হলেও প্রথমে ওই লরিতে কোন নেশা সামগ্রীর কোন সন্ধান পায়নি পুলিশ৷

একসময় প্রণব মিলি দেখেন কন্টেনার লরির উপরের ভাগে হালকা ভাবে আরেকটি টিনের সিট দিয়ে গোপন কক্ষ নির্মাণ করা হয়েছে৷ যা দূর থেকে দেখে বোঝার কোন উপায় নেই৷ পরবর্তীতে কন্টেনার লরির ওপরে থাকা গোপন কক্ষ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ৷

জানা গেছে, লরিটি আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানিয়েছেন, শনিবার সকালে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে একটি চালকবিহীন কন্টেনার লরি আটক করা হয়েছে৷ লরি থেকে ৯১ প্যাকেটে মোট ৬৩৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়৷ যার আনুমানিক কালোবাজার মূল্য ৩ কোটি ১৮ লক্ষ হবে বলে ধারণা করা হচ্ছে৷ লরি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় আসাম পুলিশ NDPS ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Show More

Related Articles

Back to top button