Barak Valley
গাঁজা সহ বিহারের ২ মহিলা আটা করিমগঞ্জে

করিমগঞ্জ : বিহারের ২ মহিলা গাঁজা পাচারকারী ধরা পড়েছে করিমগঞ্জে৷ ত্রিপুরা থেকে নাইটসুপারে করে গাঁজা নিয়ে যাওয়ার পথে এদের আটক করেছে সদর পুলিশ৷ ২ মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ কেজি গাঁজা৷ ঘটনাটি ঘটে শনিবার রাত ৯:৩০ নাগাদ করিমগঞ্জের টোল গেটে৷ জানা গেছে, রিন্টি দেবী ও সেবিকা কুমারী নামের ২ মহিলা গাঁজা নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা পাড়ি দিয়েছিল৷ শুক্রবার একটি নাইটসুপার করে বিহার ফিরে যাওয়ার পথে এদের আটক করে সদর পুলিশ৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ পরে ২ মহিলাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ৷