Barak Valley
গাইডলাইন উপেক্ষা, সিল করা হল আছিমগঞ্জের সানরাইজ হাসপাতাল
আছিমগঞ্জ : শহরের ব্যস্ততম এলাকায় বেসরকারি হাসপাতাল খোলার অভিযোগে মঙ্গলবার বিকেলে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদবের নির্দেশে পাথারকান্দি সার্কল অফিসার এস নেহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আছিমগঞ্জস্থিত সানরাইজ হাসপাতাল সিল করে দেয়৷
উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসা চালিয়ে আসছিল৷ এনিয়ে অভিযোগ জমা পড়ে ড্রাগস ইন্সপেক্টর কার্যালয় সহ ডিসি অফিসে৷ পরে করিমগঞ্জের জেলাশাসক এ ব্যাপারে তদন্তের উদ্দেশ্যে এক বিশেষ তদন্তকারী দল পাঠিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন৷ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠান৷ কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও সাড়া না দেওয়ায় অবশেষে প্রশাসনের তরফে এদিন হাসপাতাল সিল করে দেওয়া হয়৷