Barak Valley
গিরীশগঞ্জে আটক বাংলাদেশি নাগরিক
গিরীশগঞ্জ : গত এক মাস আগে কুশিয়ারা নদী সাঁতরে করিমগঞ্জে BSF-র হাতে বাংলাদেশি নাগরিক আটক হওয়ার পর ফের সীমান্তঘেঁষা গিরীশগঞ্জ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে৷ তবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পুলিশ বা BSF-র হাতে নয়, কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় স্থানীয়রা তাকে আটক করে তুলে দেন পুলিশের হাতে৷
সোমবার সকালে গিরীশগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অপরিচিত ব্যক্তিকে, কিছুটা মানসিক বাধাগ্রস্ত দেখেও, সন্দেহ হয় অনেকের৷ বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে বাংলাদেশের নোয়াখালি বললে তারা খবর দেন পুলিশে৷ এরপর গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশ ছুটে এসে আটক করে নিয়ে যায়৷