গিরীশগঞ্জে ধৃত ২ মোবাইল চোর, উদ্ধার ৯টি হ্যান্ডসেট
করিমগঞ্জ : মাত্র ২ দিনের মাথায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ৷ পাশাপাশি ঘটনার তদন্ত করতে গিয়ে আরও বড় ধরনের সাবল্য পেল পুলিশ৷ অভিযানে ৮টি মোবাইল হ্যান্ডসেট ছাড়া ২ মোবাইল চোরকে গ্রেফতার করা হয়৷
ঘটনা করিমগঞ্জের গিরীশগঞ্জ ওয়াচ পোস্টের৷ পুলিশ সূত্রে যানা জায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ মোবাইল হারানোর এজাহার জমা হয় গিরীশগঞ্জ ওয়াচ পোস্টে৷
এজাহারকারী উল্লেখ করেন, করিমগঞ্জ থেকে বাগরসাঙ্গনে যাওয়ার পথে তার একটি মোবাইল ফোন কিছু অজ্ঞাত পরিচয় লোক চুরি করে নিয়ে যায়৷ সেই মামালার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ৷
সূত্রের ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যে ফুজেল আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করলে তার কাছ থেকে উদ্ধার হয় এজাহার দায়েরকারীর মোবাইল ফোন৷ পরবর্তীতে ফুজেল আহমদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আটক করে মহম্মদ আবদুল্লাহ নামের আরও এক ব্যক্তিকে৷ পাশাপাশি তার বাড়ি থেকে ৮টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ৷ গিরীশগঞ্জের পুলিশের এক আধিকারিক জানান, দু’জনকেই হেফাজতে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷