Barak Valley

গীতবিতানের বিজয়া সম্মেলন করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা গীতবিতানের উদ্যোগে বৃহস্পতিবার শম্ভুসাগর পার্করোডে নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় বিজয়া সম্মেলন৷ প্রদীপ প্রজ্বলন করে অনু্ষ্ঠানের সূচনা করেন কলকাতা থেকে আসা ভাগবত পাঠক তথা ভজন সংগীত শিল্পী প্রভুপাদ পার্থসারথি গোস্বামী৷ তিনি বিজয়ার তাৎপর্য ব্যখ্যা করেন ও দু’টি ভজন সংগীত পরিবেশন করেন৷ পরে ‘দেখো আলোয় আলো আকাশ’ গানের তালে একক নৃত্য পরিবেশন করেন রেশমি পাল৷ ‘বিজয়া’ কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী শিখা দাসগুপ্ত, একক সঙ্গীত পরিবেশন করেন রাজলক্ষ্মী দাস৷ এরপর সমবেত সঙ্গীত পরিবেশন করেন জ্যোৎস্না রায়, মঞ্জুরি চৌধুরী, তানিয়া দে৷ একক সঙ্গীত পরিবেশন করেন দেবারুন নাথ, একক নৃত্য পরিবেশন করেন লোপা কর্মকার ও অনন্যা দাস৷ সবশেষে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’ ও ‘আগুনের পরশমণি’ দুখানি সমবেত সঙ্গীত পরিবেশন করেন৷ এতে শিল্পীরা ছিলেন মৌসুমী দাস বণিক, লোপা কর্মকার, জ্যোৎস্না রায়, মঞ্জুরি চৌধুরী, তানিয়া দে ও রাজলক্ষ্মী দাস৷ শিল্পীদেরকে তবলায় সহযোগিতা করেন চিরঞ্জীত অধিকারী, পার্কাশনে ও ঘোষকের দায়িত্বে ছিলেন বিষ্ণুপদ নাগ৷

Show More

Related Articles

Back to top button