গুণোৎসব : সুভাষনগর ক্লাস্টারে শিক্ষক প্রশিক্ষণ
৩ জানুয়ারি স্কুল ইভ্যালুয়েশন, হবে অনলাইনে
করিমগঞ্জ : সমগ্র শিক্ষা অভিযানের নির্দেশে আগামী জানুয়ারি মাসে করিমগঞ্জেও অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের গুণোৎসব৷ এর প্রেক্ষিতে শুরু হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণও৷ করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে মঙ্গলবার শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়৷ অন্যদিকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহরের সুভাষনগর ক্লাস্টারের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ শহরের রামকৃষ্ণ বিদ্যানিকেতনে এই প্রশিক্ষণ দেওয়া হয়৷ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ওই ক্লাস্টারের অধীনে থাকা LP, ME, MV, High এবং কম্পোজিট স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়৷
এদিন ২ শিফটে হয় প্রশিক্ষণ৷ সকাল ১১টা-১টা এবং ১টা-৩টা পর্যন্ত চলে প্রশিক্ষণ৷ শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেন সুভাষনগর ক্লাস্টারের CRCC শতাব্দী দাস৷
আগামী বছরের শুরুতেই করিমগঞ্জে অনুষ্ঠিত হবে গুণোৎসব৷ জানুয়ারি হবে School Evaluation. এবার স্কুল পর্যায়ে Evaluation হবে online-এ৷ আগে এটা হতো offline-এ৷ Online-এ স্কুলের তরফে দেওয়া mark খতিয়ে দেখবেন External Evaluator. অন্যদিকে, গুণোৎসবের সময় শিক্ষক-শিক্ষিকাদের অন্য স্কুলেও দায়িত্ব পালনে পাঠানো হবে৷ এছাড়াও এবার গুণোৎসবে নতুন নিয়মও আনা হয়েছে৷ এসব বিষয়ে বিস্তারিত শিক্ষকদের প্রশিক্ষণে জানিয়ে দেওয়া হয়েছে৷