Barak Valley
গুদামে আগুন করিমগঞ্জে, বরাতজোরে বাঁচলেন ২ ব্যক্তি
করিমগঞ্জ : করিমগঞ্জ শহর সংলগ্ন মোবারকপুর বিএসএফ ক্যাম্পের পাশে একটি ভাঙা টিনের গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় গত রাত আনুমানিক ১১:৩০ মিনিটের সময়৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে৷ ছুটে আসে দমকল বাহিনীর ২টা ইঞ্জিন সহ SDRF কর্মীরা৷ অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মী সহ SDRF কর্মীরা৷
জানা যায়, এদিন রাতে আতশবাজি ফোটানোর সময় গুদামের প্লাস্টিকের উপর পড়ে৷ এতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা বিভিন্ন সামগ্রী৷ অন্যদিকে, এই গুদামের একটি ঘরে ২ ব্যক্তি ঘুমে ছিলেন, বরাত জোড়ে বাঁচলেন ২ ব্যক্তি৷ পাশাপাশি ওই ঘরে ছিল ৩টি গ্যাস সিলিন্ডার, সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে আনা হয়৷ এ মর্মে ক্ষতির পরিমাণ ৩-৪ লক্ষ টাকা হবে বলে জানান গুদামের মালিক সুনীল সরকার৷