Barak ValleySports
গুয়াহাটিতে অনুষ্ঠিত যোগাসন লিগে কৃতিত্ব করিমগঞ্জের ২ ছাত্রীর
করিমগঞ্জ : ‘অস্মিতা খেলো ইন্ডিয়া উইমেন্স যোগাসন লিগ (ইস্ট জোন)’ অনুষ্ঠিত হয় গুয়াহাটির জ্যোতি চিত্রবনে ১-৩ ডিসেম্বর৷ এই প্রতিযোগিতায় যোগাসন ট্রেনিং সেন্টারের ২ ছাত্রী দেবিকা আচার্য ও শ্রেয়সী পাল আর্টিস্টিক পেয়ার (১৮ বছরের নিচের বিভাগ) ২য় স্থান অধিকার করে৷ সাই-র পক্ষ থেকে তাদের হাতে ৯০০০ টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন অসম সরকারের ক্রীড়া মন্ত্রী নন্দিতা গারলোসা৷
পূর্বাঞ্চলের ১০টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সারা অসম যোগাসন ক্রীড়া সংস্থার সভাপতি বিকাশ গোস্বামী, SAI-র director সহ অন্যান্যরা৷ যোগাসন ট্রেনিং সেন্টার করিমগঞ্জের প্রধান প্রশিক্ষক সঞ্জীব দাসের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে এই ২ কৃতী৷ বরাকের বিভিন্ন স্থান থেকে তাদের অভিনন্দন জানানো হচ্ছে৷