Updates

গ্রিন স্কুল : করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সচেতনতা কর্মসূচি

করিমগঞ্জ : গ্রিন স্কুল কর্মসূচির অধীনে বুধবার করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ড. পুরকাভ চৌধুরী, গুণোৎসবে A+ স্থানাধিকারী ৭২ নং বারবাড়ি এলপি স্কুল পরিদর্শন করেন৷ ওইদিন তিনি SMC সদস্য, স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন৷ তাদের সঙ্গে তাঁর শৈশবের স্কুলের দিনের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে উৎসাহিত করেন৷ তিনি ভারতের প্রাক-স্বাধীন কৃষি, সবুজ বিপ্লব এবং এর জনক ড. এমএস স্বামীনাথনের জীবনী নিয়ে আলোচনা করেন৷ তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরষ্কার পাওয়ার জন্য ড. স্বামীনাথনের কথাও বলেন৷ এছাড়াও উচ্চ ফলনশীল জাতের ফসল, কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, মৌমাছির চাষ, মাশরুম চাষ, গাঁদা ফুল চাষ, ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার সেচ, ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন৷

Show More

Related Articles

Back to top button