Barak Valley
ঘনিয়ালার রাস্তায় ইজরায়েলের জাতীয় পতাকা!
শিলচর : ইদের দিন বৃহস্পতিবার শিলচর ঘনিয়ালা এলাকার রাস্তায় ইজরায়েলের জাতীয় পতাকার হদিশ মিলল৷ রাস্তার উপর রং তুলি দিয়ে আঁকা ইজরায়েলের জাতীয় পতাকা জ্বলজ্বল করছে৷ পতাকাটি স্থানীয় মানুষের নজরে পড়ার পর এ নিয়ে গুঞ্জন শুরু হয়৷ কী উদ্দেশ্য বা মতলব নিয়ে এ ভাবে একটি ভিনদেশের জাতীয় পতাকা আঁকা হল সেই রহস্য ভেদ হয়নি৷ এদিকে, ছবিটি দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মুছে দেয় পতাকা৷