Barak Valley

ঘাটলাইন-ভৈরবতলে কালভার্ট নির্মাণের জন্য পরিবর্তিত যান চলাচল বিধি

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের ঘাটলাইন-ভৈরবতলে কালভার্ট নির্মাণের জন্য পরিবর্তিত যান চলাচল বিধি জারি করা হয়েছে৷ ১৯৮৮ সালের যানবাহন আইন ও বিধির ১১৫ ধারার অধীনে জারি করা এই পরিবর্তিত বিধি অনুসারে শিলচর থেকে করিমগঞ্জ শহর ও ত্রিপুরাগামী সব যানবাহন করিমগঞ্জ বাইপাস ও পোয়ামারা হয়ে করিমগঞ্জ-পাথারকান্দি সড়কে চলাচল করবে৷

পাশাপাশি, করিমগঞ্জ থেকে বহির্মুখী যানবাহনগুলো করিমগঞ্জ-শিলচর রোড হয়ে চলাচল করবে৷ সংশ্লিষ্ট কালভার্টগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ পিক আওয়ারে এই বিধি বজায় থাকবে৷

করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির অধ্যক্ষ এক আদেশে জানিয়েছেন, কলাভার্টগুলোর নির্মাণ কাজের জন্য বাবা হোটেল থেকে করিমগঞ্জ পুলিশ পয়েন্ট পর্যন্ত এবং পোয়ামারা থেকে করিমগঞ্জ পুলিশ পয়েন্ট পর্যন্ত অংশে পিক আওয়ার অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যানবাহনের সুষ্ট চলাচল সুনিশ্চিত করতে এই পরিবর্তিত বিধি জারি করা হয়েছে৷ এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না পর্যন্ত বহাল থাকবে৷

Show More

Related Articles

Back to top button