Assam

ঘুষের টাকা নিতে গিয়ে দু্র্নীতি দমনের হাতে এবার গ্রেফতার প্রশাসনিক ম্যাজিস্ট্রেট

গুয়াহাটি, ১৬ অক্টোবর : রাজস্ব সার্কল অফিসের লাটমণ্ডল, পুলিশ অফিসার-কনস্টেবলের পর এবার ঘুষের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন জনৈক প্রশাসনিক ম্যাজিস্ট্রেট। তিনি কামরূপ গ্রামীণ জেলার জেলাশাসক কার্যালয়ে কর্মরত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতা (এসিএস)।

প্রাপ্ত খবরে প্রকাশ, তার বিভাগে জনৈক নাগরিকের একটি সরকারি ফাইল পাস করার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতা। ঘুষের টাকা দিতে নারাজ ব্যক্তিটি ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের দ্বারস্থ হন। ভিজিল্যান্স আধিকারিকদের কষা ছক অনুয়ায়ী আজ বিকেলের দিকে ব্যক্তিটি কামরূপ গ্রামীণের জেলাশাসক কার্যালয়ে কর্মরত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতার চেম্বারে তাঁর হাতে টাকা তুলে দেন। সে সময় ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের আধিকারিকরা হাতেনাতে তাঁকে পাকড়াও করেন।

Show More

Related Articles

Back to top button