Uncategorized

ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্সের জালে রেলওয়ে আধিকারিক

গুয়াহাটি : লামডিঙের DRM কার্যালয়ের ভিজিলেন্সের অভিযান৷ ঘুষ নেওয়ার সময় রেলওয়ে ভিজিলেন্সের জালে পড়েন এক আধিকারিক৷ অভিযুক্ত আধিকারিক ওই কার্যালয়ের সুপার৷ তাঁর নাম পবিত্র কোঁয়র৷ কোঁয়রের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল পূর্ব থেকেই৷ কোঁয়রের চাকরি থেকে অবসরের নেওয়ার বাকি ছিল মাত্র কয়েক দিন৷ ভিজিলেন্সের অভিযানে কোঁয়র আটক হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় লামডিং ডিভিশনে৷

Show More

Related Articles

Back to top button