Assam

ঘুষ নিয়ে দুর্নীতি দমন শাখার জালে পাটোয়ারি

বরপেটা : ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার জালে হাতেনাতে ধরা পড়লেন এক পাটোয়ারি৷ অভিযুক্তের নাম লবা কান্ত নাথ৷ বুধবার বরপেটা জেলার সার্থেবাড়ি রাজস্ব সার্কলের সার্কল অফিসারের কার্যালয়ে লবা কান্ত নাথকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে দুর্নীতি দমন শাখা৷ নাথকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে মিউটেশন সংক্রান্ত কাজে ঘুষ দাবি করার অভিযোগ ওঠে৷ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযানে নামে দুর্নীতি দমন শাখা৷ দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের সাফ কথা, দুর্নীতির প্রতি তাদের zero tolerance নীতি রয়েছে৷ এ ব্যাপারে কোনও আপস নয়৷ এ ধরনের কাজে আমজনতারও সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা৷

Show More

Related Articles

Back to top button