Assam

ঘুষ : বিডিও গ্রেফতার

হোজাই : এবার এক বিডিও ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হলেন৷ রবিবার হোজাই জেলার বিন্নাকান্দি উন্নয়ন খন্ডের বিডিও শেওয়ালি চক্রবর্তীকে অসম পুলিশের ভিজিল্যান্স ও এন্টি করাপশন গ্রেফতার করে৷ অভিযোগ, একটি কাজের বিল রিলিজ করার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন বিডিও৷ এ নিয়ে ভিজিল্যান্সের কাছে নালিশ জমা পড়ে৷ এরপরই বিডিও শেওয়ালিকে গ্রেফতার করার জন্য ফাঁদ পাতে ভিজিল্যান্স৷ রবিবার নগাঁওয়ে নিজ কাঠিয়াতলির হাইওয়র কাছে নিজের গাড়ি থেকে তিনি ঘুষ নেন৷ ওই সময়ই ভিজিল্যান্স তাঁকে হাতেনাতে ধরে৷ আইন অনুসারে শেওয়ালির বিরুদ্ধে ব্যবস্থা নেয় ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স৷

Show More

Related Articles

Back to top button