Barak Valley

ঘুস নিতে গিয়ে গ্রেফতার সেবার ২ আধিকারিক

গুয়াহাটি : ঘুস নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সেবার ২ কর্মকর্তা৷ শুক্রবার ভিজিল্যান্সের হাতে ধরা পড়লেন সেবার রেজিস্ট্রেশন বিভাগের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট দীনবন্ধু কলিতা ও সহকারী সুপারিনটেনডেন্ট আরিস উদ্দিন আহমেদ৷ গুয়াহাটিতে সেবা কার্যালয়ে গ্রেফতার করা হয় এই ২ কর্মকর্তাকে৷

HSLC পরীক্ষার certificate সংশোধনের জন্য ওই ২ আধিকারিক জনৈক আবেদনকারীর কাছে ঘুস চেয়েছিলেন বলে অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে৷

ধৃতরা HSLC certificate এবং marksheet-এ ত্রুটি সংশোধন করে দেওয়ার নামে জনৈক ব্যক্তির কাছে ₹২০০০ ঘুস চেয়েছিলেন৷ আবেদনকারী ঘুস দিতে অস্বীকার করে পরে vigilance-এ অভিযোগ দায়ের করেন৷ শুক্রবার SEBA কার্যালয়ে হানা দিয়ে অভিযোগকারীর কাছ থেকে দেড় হাজার টাকা ঘুস নেওয়ার সময় গ্রেফতার করা হয় আরিস উদ্দিন আহমেদকে৷ এরপর গ্রেফতার করা হয় দীনবন্ধু কলিতাকে৷ তাঁর কাছ থেকে ₹৬৫৫০ উদ্ধার করা হয়৷

Show More

Related Articles

Back to top button