Assam

ঘুস নিয়ে বরখাস্ত ট্রেজারি অফিসার

গুয়াহাটি : পেনশন এবং অন্যান্য বিল পাস করিয়ে দেওয়ার নামে ঘুস নেওয়ার অভিযোগে এবার সাসপেন্ড হলেন এক ট্রেজারি অফিসার৷ উজান অসমের শিবসাগরের ওই অফিসারের নাম হচ্ছে সঞ্জীব বরুয়া৷ রাজ্য সরকারের অর্থ দফতর ঘুস নেওয়ার অভিযোগ উত্থাপিত হওয়ায় শিবসাগরই সিদ্ধান্ত নিয়েছে৷ শিবসাগর জেলা কমিশনার তদন্তের পরই অর্থ দফতর বৃহস্পতিবার তাকে সাসপেন্ড করেছে৷ শুধু তাই নয়, কয়েকদিন পূর্বে ওই অফিসার মদ্যপ অবস্থায় দফতরে আসতেন বলে জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button