Assam

ঘুস নিয়ে হাতেনাতে গ্রেফতার বরপেটা থানার সাব-ইনস্পেক্টর

গুয়াহাটি : ঘুস নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন বরপেটার থানার সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিন বড়ভূঁইয়া৷ একটি মামলা সংক্রান্ত কারণে ৪০ হাজার টাকা ঘুস চেয়েছিলেন ওই পুলিশ অফিসার৷ টাকা না দিলে মামলা দায়ের হবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন৷ ফলে ওই ভুক্তভোগী ব্যক্তি ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান৷ এর ফলেই ওই পুলিশ অফিসার সহ আরও এক হোমগার্ড লালচন্দ আলিকে গ্রেফতার করা হয়েছে শনিবার৷ শনিবার বিকেল ৫:৩০টা নাগাদ সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে অ্যান্টি করাপশন বিভাগ৷ এদিন ভুক্তভোগীর কাছ থেকে ঘুসের টাকা অগ্রিম হিসাবে ৫ হাজার টাকা নেওয়ার সময়ই তাঁকে হাতেনাতে গ্রেফতার করে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের দল৷ উল্লেখ্য, এদিন ধৃত নিজাম উদ্দিনের কাছ থেকে ১.৫৫ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button