ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জাকারিয়া আহমেদ
বদরপুর : গত কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি বদরপুরে বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে৷ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বদরপুর এলাকায় অনেক বসতবাড়ি৷ বিশেষ করে আলেখারগুল, ঘাটুরদম, হরিনাদিক, রাঙ্গারপাড়া, ঠাকুরদিঘিরবাজার এলাকায় এর প্রভাব বেশি পড়েছে৷
কালবৈশাখী ঝড়ে নাজোহাল মানুষ৷ তাঁদের মাথা গুজানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে৷ ঘরের চাল উড়ে গেছে নয়তো গাছ ভেঙে পড়ে পুড়ো ঘর তছনছ৷ তাঁরা স্ত্রী, সন্তান নিয়ে বর্তমানে অসহায়৷ এদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলেন বদরপুরের প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে জাকারিয়া আহমদ৷ বদরপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া৷ রবিবার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো সাহায্য করেছেন ক্ষতিগ্রস্তদের৷
সমাজের বিভিন্ন শ্রেণির লোকের কাছে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি৷ তাছাড়া করিমগঞ্জের জেলাশাসক, বদরপুর চক্র আধিকারিকের সঙ্গে দেখা করে এই বিষয়ে সরকারি সাহায্য সহযোগিতা কীভাবে পেতে পারে সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন৷ জাকারিয়া আহমেদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকা জনগণ৷