Barak Valley

ঘূর্ণিঝড় : রেমাল মোকাবিলায় করিমগঞ্জের জেলা প্রশাসনের জরুরি বৈঠকে সব বিভাগকে সতর্ক থাকার আহ্বান

জরুরিকালীন সব বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ, SDRF-কে নৌকা প্রস্তত রাখতে বললেন অতিরিক্ত জেলাশাসক

জনসংযোগ, করিমগঞ্জ : IMD গুয়়াহাটি থেকে জারি করা ঘূর্ণিঝড়ের সতর্কতার প্রেক্ষিতে করিমগঞ্জ জেলায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে জনজীবনকে যাতে রক্ষা করা যায় তার প্রস্তুতি হিসাবে রবিবার করিমগঞ্জে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিন বিকাল ৩টায় করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় বৈঠক৷

  • খোলা হবে control room
  • Officer-দের HQ না ছাড়ার নির্দেশ
  • Circle Officer-দের Relief Camp প্রস্তুত রাখার নির্দেশ

বৈঠকে করিমগঞ্জের circle officer সহ জেলার সব সহযোগী বিভাগ যেমন- F&ES, SDRF, স্বাস্থ্য, APDCL, জলসম্পদ, জনস্বাস্থ্য কারিগরি, পুলিশ, মীন, ভেটেরিনারি, সমাজ কল্যাণ, Town & Country Planning ইত্যাদি সহযোগী বিভাগের প্রধানদের নিয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷

সভায়, অতিরিক্ত জেলা আয়ুক্ত জানান, ২৪ ঘন্টা কার্যকরী থাকা ১টি control room করিমগঞ্জে খোলা হয়েছে৷ এর নং হচ্ছে– ০৩৮৪৩-২৬৫১৪৪৷ তিনি জানান, জরুরিকালীন পরিস্থিতিতে কোনও আধিকারিক ও কর্মীকে HQ ত্যাগ না করার প্রশাসনিক নির্দেশ নিয়েছে৷ তাই সংশ্লিষ্ট সবাইকে HQ ত্যাগ না করতে বলেন৷ স্বাস্থ্য বিভাগকে জরুরিকালীন পরিস্থিতিতে আগে থেকে স্বাস্থ্য পরিষেবায় পর্যাপ্ত ওষুধ, Medical Team ও Ambulance প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি৷ F&ES এবং SDRF-কে প্রস্তুত অবস্থায় এবং তাদের ব্যবহৃত নৌকা প্রস্তুত রাখতে বলেন তিনি৷ শুধু তাই নয়, প্রতিটি রাজস্ব চক্রে Circle officer-দের relief camp প্রস্তুত অবস্থায় রাখতে বলা হয়েছে৷

ঘূর্ণিঝড়কালীন পরিস্থিতিতে মৎস্যজীবীদের কোনও জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে ব্যবস্থা গ্রহণের জন্য মীন বিভাগকে নির্দেশ দেওয়া হয়৷ APDCL কে জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের জন্য team প্রস্তুত রাখতে বলা হয়েছে৷ জলসম্পদ বিভাগকে নদী বাঁধগুলোর পরিস্থিতি এবং নিয়মিত জলস্তরের রিপোর্ট পেশ করতে বলেন তিনি৷ সমাজকল্যাণ ও শিক্ষা বিভাগকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় রক্ষা করে চলতে বলা হয়েছে৷ পাশাপাশি জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগকে জরুরিকালীন পরিস্থিতির জন্য পানীয় জলের ট্যাঙ্ক প্রস্তুত অবস্থায় রাখতে বলা হয়েছে৷

এদিকে, পূর্ত সড়ক ও ভবন বিভাগকে জরুরিকালীন পরিস্থিতিতে প্রস্তুত অবস্থায় থাকতে বলা হয়৷ এতে পুলিশ বিভাগকে পরিস্থিতির নিয়মিত তদারকি করতে এবং এর report জেলা প্রশাসনকে জমা দিতে বলা হয়৷ বৈঠকে সবধরনের ব্যক্তি মালিকানাধীন দেশী নৌকা, যন্ত্রচালিত নৌকা এবং এক্সভেটর, ডাম্পার মালিকদের তাদের ওই সামগ্রীগুলি জরুরিকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে আহ্বান জাননো হয়৷ এদিনের বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত সর্বাবস্থায় জরুরিকালীন পরিস্থিতিতে জনগণকে তৎক্ষণাৎ দুর্যোগ থেকে স্বস্তি প্রদান করতে জেলার প্রতিটি বিভাগকে প্রস্তুত অবস্থায় থাকতে আহ্বান জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button