Barak Valley
চড়াকুড়ি এলাকার বানভাসিদের খোঁজ নিলেন মিশন দাস
বন্যার্তদের খোঁজ নিতে সরজমিনে প্রাক্তন বিধায়ক
করিমগঞ্জ : বৃহস্পতিবার সকালে নীলমণি রোড ওয়ার্ড নং ১০ এবং ১১ বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করে কুশিয়ারা নদীর জলে প্লাবিত লোকদের সঙ্গে দেখা করেন এএসটিসির চেয়ারম্যান মিশনরঞ্জন দাস৷ দুর্গতদের আশ্রয়ের জন্য নীলমণি স্কুলকে আশ্রয়কেন্দ্র করে দেওয়ার ব্যবস্থা করেন৷ এছাড়াও পরবর্তীতে শ্যামাপ্রসাদ রোড ও চরাকুড়ি এলাকায় গিয়ে বন্যার্তদের খোঁজ নেন৷ এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোর দে, কমিশনার রুমা দাস, প্রাক্তন কমিশনার সুরঞ্জিত পোদ্দার, টিটন কুরি, কল্যাণ দে সহ অন্যরা৷