EducationBarak Valley

চন্দ্রপুরের ট্রাইবাল এমই স্কুলের নতুন গ্রন্থাগারের শিলান্যাস

পাথারকান্দি : পাথারকান্দি শিক্ষাখন্ডের বাজারিছড়ার চন্দ্রপুরে রুপন সুচিয়াং ট্রাইবাল এমই স্কুলের নতুন গ্রন্থাগার ও শ্রেণিকক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় শনিবার৷ এদিন পূজার্চনা সহ ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিলান্যাস পর্ব সম্পন্ন হয়৷ এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নিকুঞ্জ পাল, স্থানীয় বিজেপি নেতা সুচরিত পাল, প্রমেশ দাস, রিজার্ভ পুঞ্জির হেডম্যান ডার্লি সুচিয়াং, স্কুল পরিচালন সমিতির সভাপতি আব্দুল সাদির প্রমুখ৷

এ উপলক্ষে প্রমেশ বাবু জানান, বিধায়ক কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বিদ্যালয়ের শৈক্ষিক পরিকাঠামোগত উন্নয়নে শিক্ষা বিভাগ এই প্রকল্প বরাদ্দ করে৷ যার ব্যয় ধার্য হয়েছে ১৫ লক্ষ ৬৮ হাজার টাকা৷ সুচরিত পাল বলেন, বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় গোটা পাথারকান্দির সঙ্গে বাজারিছড়া এলাকার শিক্ষার ক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে৷ তিনি বলেন, পার্শ্ববর্তী শ্রীনগরে হচ্ছে মডেল কলেজ৷ এতে বৃহত্তর লোয়াইরপোয়া ব্লকের পড়ুয়ারা ভবিষ্যতে উপকৃত হবেন৷ বিধায়কের এমন প্রচেষ্টায় সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা৷

Show More

Related Articles

Back to top button