Assam

চন্দ্রযান মিশনে আরও ২ অসম সন্তান

তিনসুকিয়া : চন্দ্রযান-২ ও চন্দ্রযান-৩ উভয় মিশনে অবদান রেখে দ্বৈত মাইলফলক অর্জন করেছেন অসমের এক মহিলা এবং এক তরুণ৷ মহিলাটি তিনসুকিয়ার বাসিন্দা দীপক দেব এবং শিখা দেবের পুত্রবধূ নিধি শর্মা৷ ইসরো’র সঙ্গে যুক্ত হয়ে তিনি জাতির মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টায় অনন্য অবদান রেখে চলেছেন৷ তবে নিধি শর্মা ছাড়াও অসমের আরেক সন্তান লখিমপুরের চয়ন দত্তও চন্দ্রযান-৩ মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য৷ উভয়েই রয়েছেন লঞ্চ কন্ট্রোল অপারেশনের নেতৃত্বে৷

নিজের ঘরের মেয়ের কৃতিত্ব আজ গোটা বিশ্ববাসীর নজর কাড়বে৷ তাই এ মুহূর্তে অসমে তিনসুকিয়া আজ উত্তেজনায় টগবগ করছে৷ তাঁদেরই একজন ইসরোর বিজ্ঞানী নিধি শর্মার সফল কৃতিত্ব অধীর প্রতীক্ষিত চন্দ্রযান-৩ মিশন দেখেন জেলার মানুষ৷ তবে কেবল তিনসুকিয়া জেলার মধ্যেই নিধিকে নিয়ে উচ্ছলতা নয়, গোটা রাজ্যে তিনি ছিলেন চর্চার অন্যতম৷ প্রসঙ্গতঃ ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েও তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চন্দ্রযান-৩ মিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন৷

ISRO-র এক দশকের নিবেদিত পযিষেবা দিয়ে নিধি শর্মা আবার স্পটলাইটে পা রেখেছেন৷ ঠিক যেমন তিনি চন্দ্রযান-২ মিশনের সময় করেছিলেন৷

এদিকে, ভারতের চন্দ্রযান-৩ উচ্চ প্রত্যাশিত উৎক্ষেপণের জন্য উদগ্রীব ছিল লখিমপুর৷ গোটা রাজ্যে স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী পূজার্চনা, দোয়া প্রার্থনা করেছেন ঘরের ২ সন্তান সহ নিধি শর্মা ও চয়ন দত্ত সহ গোটা ইসরো টিমের সাফল্য কামনায়৷

Show More

Related Articles

Back to top button