Assam

চন্দ্র বিজয়ের বিরল সাক্ষী অসম কন্যা নিধি শর্মা

গুয়াহাটি : ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়ে চন্দ্র বিজয় করলো ইসরো৷ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা প্রথম দেশ হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে ভারত৷ দেশের কোটি কোটি মানুষ এই বিরল মুহূর্তের সাক্ষী হয়েছিলেন৷ এর পাশাপাশি চন্দ্রযান-৩-র এই সমগ্র অভিযানের সাক্ষী হয়েছেন তিনসুকিয়ার মেয়ে নিধি শর্মা৷ নিধি এর আগেও চন্দ্রযান-২-এ যুক্ত ছিলেন৷

তিনসুকিয়ার ন-পুখুরি রাজাআলির দীপক দেব ও শিখা দেবের মেয়ে এবং দিবাকর দেবের স্ত্রী নিধি শর্মা৷ দিবাকরের সঙ্গে ২০১৯ সালে৷

তিনসুকিয়াতেই বিয়ে হয়েছিল বেঙ্গালুরু নিবাসী নিধির৷ তিনি গত দু’বছর ধরে ইসরোতে কর্মরত ছিলেন৷ ৫ মাসের সন্তানসম্ভবা হয়েও নিধি দেশের জন্যে দিনরাত এক করে এই অভিযানে জড়িত ছিলেন৷ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ইসরোতে অনেক কষ্ট করেছেন নিধি৷

তাঁর মা-বাবা জানিয়েছেন, এক সপ্তাহ আগে মেয়ের সঙ্গে তাঁদের কথা হয়েছিল৷ সে সময় সবকিছু ঠিকঠাক চলছে বলেও জানিয়েছিলেন তিনি৷ নিধি দাবি করেছিলেন, এ বার চন্দ্রযান সফলভাবেই ল্যান্ডিং করবে৷ নিধির দাবি অবশেষে সত্য পরিণত হলো বিশ্বের প্রথম দেশ হিসেবে তাঁদের দক্ষিণ মেরু বিজয়ের গৌরব অর্জন করল ভারত৷

Show More

Related Articles

Back to top button