Barak ValleyAssamNorth-East

ভাষা শহিদ সুদেষ্ঞা সিনহাকে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শহিদ দিবস পালনের প্রস্তুতি

করিমগঞ্জ : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি প্রতি বছরের মতো এবারও ১৬ মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহিদ সুদেষ্ঞাকে সিনহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার প্রস্তুতি নিয়েছে৷ ১৬ মার্চ সকাল ৯টায় শম্ভুসাগর পার্কের কেন্দ্রীয় শহিদ বেদীতে মাল্যদান, বিকেল ৫টায় স্থানীয় অরবিন্দ সোসাইটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

এজন্য মঙ্গলবার বাসুদেব সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত জেলা সমিতির সভায় এক কর্মসূচি গৃহীত হয়৷ এছাড়াও সভায় করিমগঞ্জ পৌরসভার প্রস্তাবিত বর্ধিত কর নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করা হয়৷ ভুল ও বৈষম্য থাকা কর পদ্ধতিকে বাতিল করে দক্ষ ও সর্বজনগ্রাহ্য পদ্ধতিতে কর বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করার দাবি রাখা হয়৷

বিভিন্ন সাংগঠনিক আলোচনা শেষে সমিতির সভায় প্রয়াত অধ্যাপিকা স্নিগ্ধা দাসের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

সভায় উপস্থিত ছিলেন গৌতম চৌধুরী, স্বপন বণিক, সঞ্চিতা ভট্টাচার্য, রিনটি রায়, নন্দন নাথ, বিষ্ণু নাগ, রীতা পুরকায়স্থ প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button