চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডে আতঙ্ক
সোনাখিরা : চলন্ত মারুতি ভ্যানে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচলেন চালক সহ এক যাত্রী৷ লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাথারকান্দির চাঁন্দখিরা-কাঁঠালতলি বিকল্প জাতীয় সড়কের সোনাখিরা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে সোনাখিরা এলাকার স্থানীয় রাজকুমার গোয়ালা নিজের বোনকে কুকিতল থেকে আনার জন্য TR 05D 0440 নাম্বারের প্যাসেঞ্জার মারুতি ভ্যান গাড়ি ভাড়া করে রওয়ানা দেন৷ পরে তারা সোনাখিরা এলাকায় আসতেই আচমকা গাড়ি থেকে ধোয়া বেরোতে শুরু করে৷ পরে তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট বন্ধ করে চালক সহ যাত্রীরা কেটে পড়েন৷ কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে কুন্ডলি পাঁকিয়ে ধুয়ো বের হয়ে পুরো গাড়িতে আগুন লেগে যায়৷ চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গাড়িতে৷ পরে খবর দেওয়া হয় পাথারকান্দি ফায়ার সার্ভিসকে৷ এতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি গাড়ি৷ তারা আগুন নেভাতে সক্ষম হয়৷ কিন্তু ততক্ষণে পুরো গাড়িটির প্রায় ৮০% আগুলে ঝলসে যায়৷