Barak Valley
চারণিকের রবীন্দ্র স্মরণ বুধবার
করিমগঞ্জ : সামাজিক-সাংস্কৃতিক সংস্থা চারণিক এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হবে৷ আগামী ৮মে (বুধবার) সকাল ৮টায় শম্ভুসাগর পার্কে কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও সমবেত সঙ্গীত পরিবেশন করা হবে৷ সন্ধ্যা ৬:৩০টায় শিলচর রোডে অবস্থিত লায়ন্স ক্লাবের কার্যালয়ের গান, কবিতা, নাচ ও বক্তব্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন লায়ন্স ক্লাবের পক্ষে জগদীশ বণিক এবং চারণিকের তরফে মনোজিৎ চৌধুরী৷