BARAK VALLEY

চিকিৎসকের বাড়িতে নিশিকুটুম্বের হানা, পুলিশি প্রহরায় জোর

করিমগঞ্জ : ডাঃ মণিশঙ্কর দাসগুপ্তের শম্ভুসাগর রোডের বাসভবনে বৃহস্পতিবার রাতে এক চুরির ঘটনা ঘটে৷ ভেন্টিলেটর ভেঙে চোর ঘরে ঢুকে৷ গদ ₹১৫,০০০, mobile phone সহ বেশ কিছু নথিপত্র নিয়ে যায়৷ সকালে খবর পেয়ে সদর থানার OC সহ পুলিশ কর্মীরা সবাই ছুটে যান৷ FIR করা হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে৷ উপস্থিত হন বিষ্ণুপদ নাগ, পৌর কমিশনার ডাঃ দেবতোষ পাল৷ রাতে পুলিশি প্রহরায় জোর দেন দেবতোষ বাবু৷

Show More

Related Articles

Back to top button