Barak Valley
চিরনিদ্রায় করিমগঞ্জ ইসকনের কানাই গৌরপ্রভু
করিমগঞ্জ : করিমগঞ্জ ইসকনের কানাই গৌরপ্রভু আর নেই৷ স্বল্পকালীন রোগভোগের পর সোমবার রাত ১২টা নাগাদ মারা যান তিনি৷ ওইদিন ছিল ভৌমি একাদশী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷ মঙ্গলবার বৈষ্ণবমতে গৌরপ্রভুর শেষকৃত্য সম্পন্ন হয়৷ পূজা, স্নান, গোপাল সহস্রনাম, গীতা পাঠ করা হয়৷ প্রচুর সংখ্যক ভক্তদের উপস্থিতিতে হরিনাম সংকীর্তন সহকারে শেষকৃত্য সম্পন্ন হয়৷ উপস্থিত ছিলেন করিমগঞ্জ ইসকনের সম্পাদক সন্ত নৃসিংহনন্দজি মহারাজ সহ অন্যান্যরা৷