Barak Valley

চুরাইবাড়িতে ৫১ কেজি গাঁজা আটক, ধৃত ২

পাথারকান্দি : গুয়াহাটিতে পাচারের পথে অসম-ত্রিপুরা সীমান্তের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল লরি বোঝাই শুকনা গাঁজা সহ দুই পাচারকারী৷

জানা গেছে, সোমবার সকাল ৬টা নাগাদ AS-11 EC-4186 নম্বরের ১টি ৬ চাকার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা পয়েন্টে পৌঁছালে ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ কর্মীরা যথারীতি গাড়িটি থামিয়ে তল্লাশি করেন৷ তল্লাশির সময় গাড়িতে থাকা একটি বাক্সের ভেতর থেকে ৪ প্যাকেটে শুকনো গাঁজা উদ্ধার হয়৷ যার পরিমাণ ৫১ কেজি৷ লরির চালক বি জামান ও সহ চালক আমিসুল ইসলামকে আটক করে পুলিশ৷ তাদের বাড়ি গুয়াহাটিতে৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে,গাঁজাগুলো রয়্যাল এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে আগরতলা থেকে গুয়াহাটিতে পৌঁছানোর উদ্দেশ্যে নিয়ে আসে পাচারকারীরা৷ এগুলোর মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মতো হবে৷

লক্ষ্যণীয় ব্যাপার হল যে, বাক্স থেকে গাঁজার প্যাকেট উদ্ধার হয় সেই বাক্সের সামনে BSF লেখা রয়েছে৷ পরে পুলিশ এ মর্মে বাজারিছড়া থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ এদিনই ধৃতদের করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়৷

Show More

Related Articles

Back to top button