চুরাইবাড়ি ওমনিছিয়েন্ট ইংলিশ স্কুলে সর্বধর্ম সমন্বয় সভার সচেতনতামূলক অনুষ্ঠান
এম.এ.তালুকদার : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ির প্রত্যন্ত ডুবাগ গ্রামে ওকে ওমনিছিয়েন্ট নামের একটি ইংরেজি মাধ্যমের স্কুলের পঠনপাঠন প্রশংসার দাবি রাখে। নাগাহোরটিং পূংসক নামের এক ট্রাইবেল শিক্ষকের তত্ত্বাবধানে এই স্কুল পরিচালিত হচ্ছে। শিক্ষাবিস্তারের মনোভাব নিয়ে এলাকার জনসাধারণের সহযোগিতায় এই স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। মুসলিম গ্রামের ৭২ জন ছাত্র-ছাত্রীকে নিজেদের সন্তানের মতো করে লালন-পালন করছেন ট্রাইবেল শিক্ষক-শিক্ষিকারা। এই স্কুলে সম্পূর্ণ ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। কচিকাঁচারাও ইংরেজি ভাষায় কথা বলা শিখে ফেলেছে। গ্রামের পুরুষ মহিলার মুখে এখন শুধু শিক্ষক নাগাহোরটিং পূংসকের উদারতা ও কর্মতৎপরতার প্রশংসা শোনা যায়। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ প্রদান করার লক্ষে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে এক সচেতনতামূলক অনুষ্ঠান করে ছাত্র-ছাত্রীদের শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন ও সমাজকর্মী আব্দুল রৌফ। পাশাপাশি প্রতিজন পড়ুয়ার হাতে একেক প্যাকেট বিস্কুট তুলে দেন তারা। আলোচনা শেষে সমবেত সংগীত পরিবেশন করেন স্কুলের পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সেলিম উদ্দিন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।