Barak Valley

চেংজুরিপারে লঙ্গাইর বাঁধ ভেঙে প্লাবিত ২০টি গ্রাম

নিলামবাজার : প্রবল বর্ষণে বারইগ্রাম এলাকার চেংজুরিপারে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হল৷ জলের তোড়ে গেল ৭টি ঘর৷ ভাঙন স্থল থেকে ৭টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে৷ লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে৷ আতঙ্কিত হয়ে রয়েছে গোটা এলাকা৷

জানা গেছে, অবিরাম বর্ষণের ফলে মঙ্গলবার সকাল থেকেই লঙ্গাই নদীর জলস্তর বাড়তে থাকে৷ একসময় বিপদসীমার উপর দিয়ে জল বইতে থাকায় বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেয়৷ বিকেলে বারইগ্রাম এলাকার চেংজুরিপারে লঙ্গাই নদীর নড়েচড়ে বাঁধ হঠাৎ করেই ভেঙে যায়৷ প্রবল বেগে জল ঢুকতে থাকে লোকালয়ে৷ প্রথমেই জলের তোড়ে ভেসে যায় একটি বেসরকারি স্কুল৷ জলের মধ্যে ভাসতে থাকে স্কুলের টিন-ডেস্ক-বেঞ্চ৷ মুহূর্তের মধ্যে আশপাশের ৭টি ঘর গ্রাস করে ফেলে জল৷ জলের তোড়ে ভেঙে যায় ঘর-বাড়ি৷ স্থানীয় লোকজন কোনওক্রমে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী স্কুলে নিয়ে গিয়ে আশ্রয় দেন৷

এদিকে, জলের তোড়ে একের পর এক গ্রাম প্লাবিত হতে থাকে৷ চেংজুরিপার, তেঘরিয়া, কাকড়িপার, দত্তপাড়া সহ প্রায় ২০টি গ্রাম জলের তলায় চলে যায়৷ জল তীব্র বেগে ঢুকতে থাকায় জাতীয় সড়ক থেকে শুরু করে রেল লাইনও তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ জলসম্পদ বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন৷ অন্যদিকে, নিলামবাজার সার্কল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন৷ তিনি আশ্রয় শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করে দিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button