Barak Valley

চোরাইবাড়িতে কন্টেনার গাড়ি থেকে উদ্ধার ১০ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ, পুলিশের হাতে আটক লরিচালক

রুটিন তল্লাশিতে সাফল্য, আটক কন্টেনার গাড়ির চালক

পাথারকান্দি : ৫ দিনের মাথায় ফের বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশের হাতে ৬ চাকার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল প্রায় ১০ লক্ষাধিক টাকার কফ সিরাপ৷ অভিযানে আটক করা হয় গাড়ি চালককে৷

চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও পুলিশের বিশেষ তল্লাশিতে এমন সাফল্য আসে৷ ওই রাতে AS 01 AR 1761 নম্বরের ১টি কম্বল বোঝাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরা যাওয়ার পথে অসম সীমান্তের শেষ পুলিশি চেক গেট চুরাইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ৷ এতে গাড়ির ভেতরে থাকা সারিবদ্ধভাবে কম্বলের বান্ডিলের আড়াল থেকে ১২ কার্টনে ১৯২০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়৷ যার কালোবাজারি মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মতো হবে৷

এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককে আটক করা হয়৷ তার নাম ভরত দেববর্মা৷ বাড়ি ত্রিপুরায়৷ স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা করে রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিক্যাল চেকআপের পর সিজেএম আদালতে তোলা হলে ঠাঁই হয় জেলে৷ অসম পুলিশের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে সচেতন মহল৷

Show More

Related Articles

Back to top button