Barak Valley
চোরাইবাড়িতে গাঁজা সহ আটক লরি চালক
বাজারিছড়া : পাচারের পথে প্রায় ৪২ লক্ষ টাকার গাঁজা বোঝাই লরি সহ একজনকে আটক করল বাজারিছড়া থানার চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ৷
জানাই গেছে, রবিবার সকালে চোরাইবাড়ি পুলিশ কর্মীরা রুটিন তল্লাশির সময়ে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা NL-01-K-2677 নম্বরের লরির ক্যাবিনের পেছনে থাকা বিভিন্ন গোপন চেম্বার থেকে ৩৯ প্যাকেটে ৪৯৯.৬০০ গ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেন৷
এছাড়াও আটক করা হয় লরি চালক সালেহ উদ্দিনকে৷ তার বাড়ি ত্রিপুরায়৷ চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান,ধৃতের বিরুদ্ধে পুলিশ নিজে থেকে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে৷ ধৃতকে সোমবার জেলা সিজেএম আদালতে সোপর্দ করা হবে৷