চোরাইবাড়িতে ফেন্সিডিল বাজেয়াপ্ত, আটক লরি চালক
বাজারিছড়া : ত্রিপুরায় পাচারের পথে করিমগঞ্জ জেলার (অসম) বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে পণ্যসামগ্রী বোঝাই কন্টেইনার (লরি) থেকে বাজেয়াপ্ত হয়েছে ১৫ লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ত্ৰিপুরার বাসিন্দা কন্টেইনার চালক জয়ন্ত দেবকে।
পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ শুক্রবার সকালে ত্রিপুরাগামী এনএল ০১ এসি ০৭০০ নম্বরের একটি অনলাইনের খুচরো পণ্য বোঝাই কন্টেইনার চোরাইবাড়ি পুলিশ চেকে গেটে আসে। পণ্য বোঝাই কন্টেইনারে পুলিশের দল নিয়ে তিনি রুটিন তালাশি চালান।
তালাশি চালিয়ে কন্টেইনারে বিভিন্ন পণ্যের আড়াল থেকে উদ্ধার হয় ১৬ কার্টুনে ১০০টি করে মোট ১,৬০০ শিশি নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল। এগুলোর কালোবাজারি মূল্য কমপক্ষে ১৫ লক্ষ টাকা হবে।
নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা কন্টেইনার চালক জয়ন্ত দেবকে। তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান পুলিশ অফিসার প্রণব মিলি।