চোরাইবাড়িতে বিদেশি সিগারেট সহ আটক ১ লরি চালক

পাথারকান্দি ও লোয়াইরপোয়া : দক্ষিণ অসমের শিলচর থেকে ত্রিপুরায় পাচারের পথে একটি কন্টেইনার (পণ্যবাহী লরি) থেকে দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ। অবৈধ বিদেশি সিগারেট পাচারের অভিযোগে অসমের নলবাড়ি জেলার বাসিন্দা কন্টেইনার চালক আরিজুল হককে গ্ৰেফতার করা হয়েছে।
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ বুধবার দুপুরের দিকে দলবল নিয়ে এএস ০১ এনসি ৪৫৮৬ নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই কন্টেইনারে তালাশি চালিয়ে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ২,৩৩৮ প্যাকেটে ৪৮,৯৬০ পিস সুইজারল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় তৈরি মার্লবোর্ড ও গুদংগরম ব্র্যান্ডের সিগারেট বাজেয়াপ্ত করেছেন। এর সঙ্গে আটক করা হয় কন্টেইনারের চালক আরিজুল হককে৷ পুলিশ ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে।